জামিন পাচ্ছেন না ফিরহাদ-সুব্রত-মদন-শোভন, নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিলো হাইকোর্ট

পরবর্তী শুনানি বুধবার

Spread the love

জামিন পাচ্ছেন না তৃণমূলের দুই বর্তমান এবং দুই প্রাক্তন মন্ত্রী। সিবিআই-এর আবেদনের ভিত্তিতে এ দিন নিম্ন আদালতের জামিনের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ সোমবার রাতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আদেশ খারিজ করে দেন। রাতেই চারজনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে ৷ তাঁরা আদৌ জামিন পাবেন কি না সেটা আগামী বুধবারের আগে কোনও ভাবেই পরিষ্কার হচ্ছে না। জানা যাচ্ছে, আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে পর্যন্ত তাঁরা কেউ ছাড়া পাচ্ছেন না। যেহেতু সিবিআই তাঁদের জেল হেফাজত চেয়েছিল, তাই এই ক্ষেত্রে এই ৪ রাজনীতিককে জেল হেফাজতেই রাখা হচ্ছে।

যদিও এই ক্ষেত্রে তৃণমূলের দাবি, এই মামলায় তাদের আইনজীবীকে অংশীদার করা হয়নি। কিন্তু হাইকোর্ট মনে করছে, যে পরিস্থিতিতে জামিন দেওয়া হয়েছিল তা ন্যায্যভাবে হয়নি। ৫ মন্ত্রী নিম্ন আদালতে বসে ছিলেন। যেভাবেই জামিন হয়ে থাকুক না কেন তা বেআইনি। ফলে আগামী বুধবারের আগে এই গোটা মামলার যবনিকা পতনের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বললেই চলে। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্য়ায়ের স্ত্রী নিজাম প্যালেসে এসে পৌঁছে গিয়েছেন। অন্যান্য নেতাদের পরিবারের সদস্যরাও এসেছেন নিজাম প্যালেসে। সেখান থেকে বের করে চার নেতাকে জেলে নিয়ে যাওয়া হবে বলে খবর।

উল্লেখ্য, এ দিন নিজাম প্যালেসের বাইরে যে দৃশ্য দেখা গিয়েছে, সেই বিশৃঙ্খল ছবিকে হাতিয়ার করেই পালটা আবেদন জানানো হয় সিবিআই-এর তরফে। ২০১৭ সালের ঘটনাকে মনে করিয়ে সিবিআই জানায়, প্রতিবারই তদন্ত করতে নামলেই নানা ভাবে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এভাবে তদন্ত করা সম্ভব নয়। নিম্ন আদালতের রায়ে কোথাও রাজনৈতিক প্রভাব থাকতে পারে এমন আশঙ্কাও করা হয়। এরপরই জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, সোমবার বিকেলে সিবিআই আদালতে জামিন মিললেও ফিরহাদ-সুব্রত-শোভন-মদনকে ছাড়েনি সিবিআই ৷ জামিন মঞ্জুর হতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে সিবিআই। দিল্লি থেকে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয় হাইকোর্টে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে প্রভাব খাটিয়ে বাধা সৃষ্টির আশঙ্কাতেই হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের যুক্তি এই মুহূর্তে মামলা চলছে হাইকোর্টে ৷ হাইকোর্টের নির্দেশ ছাড়া হবে না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে ৷

আজ সন্ধ্যায় সিবিআই আদালতে জামিন মিললেও সঙ্গে সঙ্গে সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই ৷ যে শুনানি হয় ভার্চুয়ালি ৷ শুনানিতে মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানায় সিবিআই ৷ সিবিআই আদালতের কাছে অভিযোগ করে, তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার ফলে তদন্তে বিঘ্ন ঘটেছে ৷ তাদের কাজে ব্যঘাত করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*