নারদ মামলায় রাজ্যকে পার্টি করার অনুমতি দিল হাইকোর্ট। বৃহস্পতিবার পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুরু নারদ মামলার শুনানি। দুপুর দুটো নাগাদ শুরু হয় শুনানি। শুরুতেই চার হেভিওয়েট নেতা মন্ত্রীর জামিনের বিরোধিতা করে গুরুত্বপূর্ণ সওয়াল সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘আদালত এখনই পদক্ষেপ না করলে ভবিষ্যতে একই ভাবে জনগণকে ব্যবহার করে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরির চেষ্টা করা হবে। ভবিষ্যতে কোনও বড় দুষ্কৃতি ধরা পড়লেও একই ঘটনা ঘটবে।’
শুনানির শুরুতেই রাজ্যকে পার্টি করা হয়নি বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কে মামলার পার্টি বা যুক্ত করেছিল সিবিআই। কিন্তু হাই কোর্টের যে আবেদন করেছে তাতে রাজ্যকে পার্টি করতে সমস্যা কোথায়!’ এর পরিপ্রেক্ষিতে সলিসিটর জেনারেল মত জানতে চায় বিচারপতি।অ্যাডভোকেট তুষার মেহতা জানান, ‘রাজ্যকে পার্টি করতে কোনও অসুবিধা নেই।’ এরপরই রাজ্যকে মামলায় পার্টি করার অনুমতি দেয় পাঁচ বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ তিন নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে CBI। প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার পরই অসুস্থ বোধ করেন মন্ত্রী। এরপর তাঁকে SSKM-এ ভর্তি করা হয়। সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরে তাঁর ভোকাল কর্ডেও সমস্যা পান চিকিৎসকরা। এরপর হাসপাতালের পরামর্শেই বাড়ি ফেরেন তিনি। হাসপাতালে প্রথমে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক সেরে পাশের কেবিনে থাকা মদন মিত্রের সঙ্গে দেখা করেন সুব্রত। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখান থেকে বালিগঞ্জে পৌঁছন এই বর্ষীয়ান নেতা।
এর আগে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে CBI। ফলে হাইকোর্টের (Calcutta High Court) বৃহত্তর বেঞ্চেই ফেরে এই মামলার শুনানি । মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতেই একের পর এক প্রশ্নে জড়িয়ে যায় CBI। শেষ পর্যন্ত পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Be the first to comment