স্বাধীনতা দিবসের আগের দিনকে নয়া এক দিবস হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লক্ষ ভাই-বোন এই সময় নিজেদের ঘর ছাড়া হয়েছিলেন। অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন অযাচিত ঘৃণার কারণে। আমাদের দেশের সেই নাগরিকদের লড়াইকে স্মরণ করে এবার থেকে ১৪ অগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে চিহ্নিত হবে।’
এদিন মোদী আরও লেখেন, #PartitionHorrorsRemembranceDay যেন আমাদের সেই সব স্মৃতি মনে রাখতে সাহায্য করে এবং সামাজিক বিভাজন, বিভেদ দূর করে ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের ক্ষমতায়নের মনোভাবকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।’
এদিকে স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্যে বিজেপির যুবমোর্চা তিনদিন ধরে এই তেরঙ্গা যাত্রা করবে বলে জানা গিয়েছে। ১৫, ১৬ ও ১৭ অগস্ট তেরঙ্গা যাত্রা করবে তারা। বিজেপি সূত্রে খবর, সারা রাজ্যে ৭৫ কিলোমিটার তেরঙ্গা যাত্রা হবে। অন্যদিকে, আবার ১৭ অগস্ট থেকে শহিদ সম্মান যাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি।
বিশ্লেষকদের মত, স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াতে চাইছে।
Be the first to comment