গত আট বছর ধরে মহাত্মা গান্ধী ও সর্দার পটেলের স্বপ্নপূরণের চেষ্টায় কাজ করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই আট বছরে কেন্দ্র এমন কোনও কাজ সরকার করেনি যাতে লজ্জায় দেশের কোনও নাগরিকের মাথা হেঁট হয়৷ শনিবার রাজকোটের আটকোট শহরে ২০০ শয্যা বিশিষ্ট শ্রী পটেল সেবা সমাজ ট্রাস্ট নির্মিত কেডি পারভাদিয়া মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার আট বছর পূর্ণ করেছে৷ এই আট বছরে কেন্দ্রীয় সরকার কী কী জনকল্যাণমূলক কাজ করেছে তা ফের জনসমক্ষে তুলে ধরেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবায় চেষ্টায় কোনও খামতি রাখেনি৷ দেশের গরিব মানুষের সেবা ও কল্যাণ এবং সুশাসনের লক্ষ্যে কাজ করেছে৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’ মন্ত্রকে অনুসরণ করে আমরা দেশের উন্নয়নকে প্রেরণা জুগিয়েছি৷’ তাঁর সংযোজন, ‘এটাই হল বাপু এবং সর্দার পটেলের পবিত্র জন্মভূমির সংস্কার৷ এই সংস্কারই গত আট বছরে ভুলেও এমন কোনও কাজ করতে দেয়নি যাতে একজনও নাগরিকের মাথা হেঁট হয়৷ আমি নিজেও এমন কোনও কাজ করিনি বা কাজ করার অনুমতি দিইনি যাতে লজ্জায় দেশের কোনও নাগরিকের মাথা হেঁট হয়৷’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন মানুষের চেষ্টা ও সরকারের প্রচেষ্টার মেলবন্ধন ঘটে তখনই সেবা করার চেতনা বৃদ্ধি পায়৷ রাজকোটের এই কেডিপি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল তারই বড় উদাহরণ৷ মহাত্মা গান্ধী এবং সর্দার পটেল যে ভারত গঠনের স্বপ্ন দেখতেন, কেন্দ্রীয় সরকার সেই স্বপ্নপূরণের পথে সৎভাবে কাজ করেছে৷’ গরিবদের জন্য সরকার কী কী কাজ করেছে সে কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘আমরা গরিবদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিয়েছি৷ তাঁদের জন্য চিকিৎসা পরিষেবাকে সহজ করে তুলেছি৷ সব নাগরিককে নিখরচায় টিকা দিয়েছি৷ করোনার সময় খাদ্যশস্যের মজুত ভাণ্ডার খুলে দিয়েছিলাম৷ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়৷’
Be the first to comment