‘জন্মদিনের উষ্ণ অভিনন্দন’, প্রধানমন্ত্রী মোদীকে টুইটারে শুভেচ্ছার ঝড়!

Spread the love

রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। এদিন সকাল ১১ টায় নয়াদিল্লির দ্বারকায় ভারতকে তিনি উৎসর্গ করবেন ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ, ‘যশোভূমি’ ।

সূত্রের খবর যশোভূমি বিশ্বের বৃহত্তম MICE (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স এবং এক্সিবিশন) বিশ্বমানের উন্নত হলের মধ্যে একটি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।  কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, এটি ১১০০০ প্রতিনিধিদের বসার ক্ষমতা-সহ বিশ্বের বৃহত্তম MICE সুবিধাগুলির মধ্যে একটি। কেন্দ্রটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৫৪০০ কোটি টাকা।

প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রে জানা গিয়েছে যে এই, কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারটি প্রায় ৫৪০০কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে যশোভূমির মোট প্রকল্প এলাকা ৮.৯ লক্ষ বর্গ মিটারের বেশি, যা এটিকে বিশ্বের বৃহত্তম MICE সেন্টারে পরিণত করেবে। যশোভূমি এই কনভেনশন সেন্টারে থাকছে, একাধিক প্রদর্শনী হল এবং অন্যান্য সুবিধা, কনভেনশন সেন্টার, ১১০০০-এরও বেশি প্রতিনিধিদের বসার ক্ষমতা সহ, ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩ টি মিটিং রুম।

প্রধানমন্ত্রী নরেদ্র মোদির জন্মদিন উপলক্ষে দ্বারকা সেক্টর ২৫-এ নতুন মেট্রো স্টেশনের উদ্বোধনের পর যশোভূমিকে দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সাথে সংযুক্ত করা হবে। প্রধানমন্ত্রী দ্বারকা সেক্টর ২১ থেকে একটি নতুন মেট্রো স্টেশন ‘যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করা হবে।

দিল্লি মেট্রো এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মেট্রো ট্রেনের পরিচালন গতিও ৯০ থেকে ১২০ কিমি/ঘণ্টা বাড়িয়ে ভ্রমনের সময় কমিয়ে দেবে। ‘নয়াদিল্লি’ থেকে ‘যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত মোট যাত্রা প্রায় ২১ মিনিট সময় নেবে এমনটাই কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। যশোভূমির কনভেনশন সেন্টারটি দেশের বৃহত্তম LED মিডিয়া সম্মুখভাগে সজ্জিত থাকবে।

সূত্রের খবর যশোভূমি বিশ্বের বৃহত্তম MICE (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স এবং এক্সিবিশন) বিশ্বমানের উন্নত হলের মধ্যে একটি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।  কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, এটি ১১০০০ প্রতিনিধিদের বসার ক্ষমতা-সহ বিশ্বের বৃহত্তম MICE সুবিধাগুলির মধ্যে একটি। কেন্দ্রটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৫৪০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) মারফত জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় মোদীরই সতীর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মোদীর ৭৩তম জন্মদিন। এই উপলক্ষে দেশ জুড়ে তাঁকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। রাজনৈতিক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ— সকলেই এই বিশেষ দিনে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বারের মতোই সেই তালিকায় রয়েছেন অভিষেকও।

কট্টর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেলেন মোদী। রবিবার সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ অভিষেকের এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নাতিদীর্ঘ বার্তা ভেসে ওঠে। শুভেচ্ছাবার্তায় ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’

বিরোধী শিবির থেকে শুধু অভিষেকই অবশ্য নন, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএ-র নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ।

বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ছাড়া বিজেপি এবং এনডিএর নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন মন্ত্রিসভায় মোদীর সতীর্থ অমিত শাহ, এস জয়শঙ্কর প্রমুখ। 

মোদীকে নয়া ভারতের মূল স্থপতি বলে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষ ভাবে উদ্‌যাপন করতে একাধিক পরিকল্পনা নিয়েছে তাঁর দল বিজেপি। ‘নমো বিকাশ উৎসব’, ‘সেবা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা হচ্ছে রবিবার। একই দিনে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান’ কর্মসূচিও আরম্ভ হবে।

রাজনৈতিক প্রতিপক্ষকে জন্মদিন বা বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর সংস্কৃতি ভারত তথা বিশ্বে নতুন নয়। যদিও বিরোধীদের একটি অংশের অভিযোগ, ২০১৪ পরবর্তী ভারতে সেই সংস্কৃতির পরিবর্তন ঘটেছে ঝড়ের বেগে। এই প্রেক্ষাপটে যতই রাজনৈতিক দড়ি টানাটানি চলুক না কেন, প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কট্টর মোদী সমালোচক বলে পরিচিত অভিষেক। প্রসঙ্গত, অভিষেকের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতি বছর মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*