বাংলার বিজেপি সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, প্রাতঃরাশে ডাকলেন নিজের বাসভবনে

Spread the love

বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় তাঁদের ডেকে পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতঃরাশ করবেন সাংসদরা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আবেদন জানিয়েছিলেন বাংলার বিজেপি সাংসদরা। সেই আবেদনে সবুজ সংকেত দিয়েছেন মোদি। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বগটুই কাণ্ডের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বাংলার বিজেপি সাংসদরা। বুধবার বগটুই নিয়ে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বগটুইয়ের ঘটনা নিয়ে বিশদে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।  তাছাড়া বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বাংলার ১৭ জন বিজেপি সাংসদ বুধবার মোদির সঙ্গে দেখা করবেন।

বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি সাংসদরা। কখনও সংসদের ভিতরে কান্নাকাটি করে রাজ্যের পরিস্থিতি কতটা জটিল, তা বোঝানোর চেষ্ট করেছেন, কখনও আবার সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি তাঁরা। সেদিক থেকে অবশ্য কিছুটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূল। কারণ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে তাঁদের অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীকে জানানোর সুযোগ পেয়েছিলেন তৃণমূল সাংসদরা।

বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে মোদি সাক্ষাৎ করার অনুমতি যেদিন দিলেন, ঠিক সেদিনই ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড হলেন। বিধানসভায় শাসকদলের সঙ্গে হাতাহাতির অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগও জানিয়েছে বিজেপি। একদিকে বিধানসভায় গন্ডগোল-মারামারি-হাতাহাতি, অন্যদিকে বগটুইয়ে উত্তেজনার পারদ, এই দুই পরিস্থিতিকে সামনে রেখেই বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা।

সন্দেহ নেই, বুধবারের এই বৈঠকে অন্যতম ইস্যু হতে চলেছে বগটুই কাণ্ড। কীভাবে বগটুই এবং বিধায়কদের সাসপেন্ডকে সামনে রেখে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ানো যায়, সেই কৌশলই নিয়েছেন বিজেপি সাংসদরা। মোদির সঙ্গে দেখা করে নালিশ করা তারই একটি পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বয়ং বগটুই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন বিজেপি সাংসদরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*