‘১০ গুণ উৎপাদন বেড়েছে অক্সিজেনের’, সরকারের সপ্তম বর্ষপূর্তিতে কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

Spread the love

একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে একের পর এক ঘূর্ণিঝড়, একইসঙ্গে একাধিক বিপর্যয়ের সঙ্গে কীভাবে লড়াই চালাচ্ছে সাধারণ মানুষ, তা “মন কি বাত” অনুষ্ঠানের ৭৭ তম ভাগে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবারের মতোই এ বারও তিনি দেশের স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের বিশেষ ধন্যবাদ জানান তাঁদের নিরলস পরিশ্রমের জন্য।

অনুষ্ঠানের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন ঘাটতি ও তা কীভাবে পূরণ করা হয়েছে, সে বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিগত ১০০ বছরে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর মহামারী হল করোনা। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্যকর্মী ও প্রথমসারির যোদ্ধারা এই লড়াইয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন। সাধারণ সময়ে দেশে প্রতিদিন ৯০০ মেট্রিক টন তরল অক্সিজেন উৎপাদন করা হত। বর্তমানে তা ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে, দেশে প্রতিদিন ৯৫০০ মেট্রিক টন তরল অক্সিজেন উৎপাদন করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেন পরিবহনও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্কারের চালকরা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েই অক্সিজেন পৌঁছে দিয়ে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন।” একইসময়ে কয়েকদিনের ব্যবধানেই দেশের দুই উপকূলে আছড়ে পড়া দুটি ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মন কি বাতের প্রতিটি ভাগেই যেমন দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে কথা বলেন, এ বারও প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের দীনেশ উপাধ্যায় নামক এক ব্যক্তির সঙ্গে কথা বলেন, যিনি অক্সিজেন পরিবহনের সঙ্গে যুক্ত। সঙ্কটকালে যেভাবে তিনি বিভিন্ন হাসপাতালে তরল অক্সিজেন পৌঁছে দিয়েছেন, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আপনাদের মতো মানুষদের সাহায্যেই আমাদের দেশ সঙ্কট কাটিয়ে উঠছে।”

এরপর তিনি অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের এক মহিলা চালকের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের মা-বোনেরা শুনে অত্যন্ত গর্বিত বোধ করবেন যে একটি অক্সিজেন এক্সপ্রেস সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। কেবল দেশের প্রত্যেক নারী নয়, সকল ভারতীয়ই আপনার জন্য গর্ব বোধ করছে।” চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও প্রশংসা করে বলেন যে, তাঁরা যেভাবে নিজেদের পরিবীর, বাড়িঘর ছেড়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন , তা সত্যিই প্রশংসনীয়।

এ দিনের অনুষ্ঠানে বিজেপি শাসিত মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তির উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই সাত বছরে দেশ নানা সাফল্য অর্জন করেছে। বিগত এই বছরগুলিতে একটি মন্ত্র অনুসরণ করেই এগিয়ে চলেছে দেশ, তা হল সবকা সাথ, সবকা বিকাশ। আমরা সকলে মিলে সেই সাফল্য উদযাপন করেছি। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশ নিজস্ব নীতিতে পরিচালিত হয়, জাতীয় সুরক্ষার সঙ্গে কখনও সমঝোতা করে না। যখন অন্যান্য দেশের নানা চক্রান্তের কড়া জবাব দেয় ভারত, তখন সমস্ত দেশবাসীরই আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*