আলোচনা বা বিতর্ক হোক, অধিবেশনকে সাফল্যমণ্ডিত করার আর্জি মোদির

Spread the love

একদিকে চলছে রাষ্ট্রপতি নির্বাচন, তার মধ্যেই সোমবার শুরু হল সংসদের বাদল অধিবেশন। এদিন থেকেই নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যে জিএসটি বসতে চলায়, সহজেই অনুমেয় বাদল অধিবেশনেও তাপপ্রবাহ চলবে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বিরোধীদের উদ্দেশে বলেন, এই অধিবেশনকে যতদূর সম্ভব সাফল্যমণ্ডিত করে তুলুন। খোলা মনে আলোচনা হোক সংসদে। সাংসদদের কাছে তাঁর আবেদন, সংবেদনশীল আলোচনার মাধ্যমে বাদল অধিবেশনকে ফলপ্রসূ ও অর্থবহ করে তোলাই হবে আমাদের কাজ। তিনি আরও বলেন, এবারে অধিবেশন আরও গুরুত্বপূর্ণ কারণ, একইসঙ্গে রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এই সময়েই।

অধিবেশন শুরুর আগেই মোদি বলেন, এ বছর আজাদি কা অমৃত মহোৎসব চলছে। তাই আগামী ১৫ অগস্ট এক বিশেষ দিন। আর ২৫ বছরের অপেক্ষা, তারপরই দেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপিত হবে। ফলে এখনই সময়, যেখানে আগামী দিনে আমাদের পথ চলা ও দেশকে এক উচ্চতায় তুলে ধরাই আমাদের প্রধান কাজ ও লক্ষ্য। তিনি আরও বলেন, খোলা মনে আলোচনা হোক। প্রয়োজনে বিতর্ক হোক। প্রসঙ্গত, আগামী ১২ অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে।

এই অধিবেশনেই কেন্দ্রীয় সরকার ৩২টি বিল আনতে চলেছে। এর মধ্যে ১৪টি বিল সম্পূর্ণ তৈরি হয়ে আছে। এগুলির মধ্য উল্লেখযোগ্য হল— ক্যান্টনমেন্ট বিল, মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ বিল, ছত্তিশগড় ও তামিলনাড়ু সহ তফসিলি জাতি ও উপজাতির তালিকা পুনর্বিবেচনার ২টি পৃথক বিল রয়েছে। এরসঙ্গে থাকবে কয়েকটি বকেয়া বিল। যেমন— দি ইন্ডিয়া আন্টার্কটিকা বিল, ২০২২, আন্তঃরাজ্য নদীজল বণ্টন (সংশোধনী) বিল, ২০১৯।

এদিকে, এদিনই বেশ কিছু অত্যাবশ্যকীয় পণ্যে জিএসটি বসানো নিয়ে বিরোধী দলগুলি ক্ষোভে ফুসছে। রাজ্যসভার সিপিএম নেতা ই করিম সকালেই কার্যাবলি স্থগিত রাখার নোটিস দিয়েছেন। তাঁরা কেবলমাত্র দ্রব্যমূল্য বৃদ্ধি ও অত্যাবশ্যকীয় পণ্যে ৫ শতাংশ জিএসটি ধার্য করার বিষয়টির উপর আলোচনার দাবি করেছেন। বিশেষত এমন কিছু পণ্যের উপর কর বসছে, যাতে উচ্চ-মধ্যবিত্তেরও পকেটে টান পড়বে। ফলে আশাই করা যায় যে, এসব নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে চলেছে সংসদের দুই কক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*