ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় অশান্ত হয়ে উঠল গড়িয়ার ফরতাবাদ। রবিবার ছাত্রের দেহ উদ্ধার ঘিরে পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে, পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে খবর, বারুইপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অপ্রতিম দাস। বৃহস্পতিবার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। রাতে খাওয়াদাওয়ার পর কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বলে খবর। অভিযোগ, বাথরুমে যাবেন বলে বেরিয়ে আসেন সেখান থেকে। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র।
নরেন্দ্রপুর থানায় অপ্রতিমের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। পরিবারের দাবি, তিনদিন ধরে নিখোঁজ একটা ছেলে, অথচ পুলিশের মধ্যে তাঁকে খুঁজে পেতে কোনও তৎপরতাই দেখা যায়নি। এরইমধ্যে রবিবার দুপুরে বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে অপ্রতিমের দেহ উদ্ধার হয়।পুকুরে অপ্রতিমের দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। এরপরই খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। পুলিশের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। যদিও পরে থানার বড় টিম এসে দেহ উদ্ধার করে। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হবে।
:
Be the first to comment