রাহুলকে ইডি-তলবের প্রতিবাদে মুখর দিল্লি, সত্যাগ্রহে আটক বহু নেতা-কর্মী

Spread the love

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাজিরা নিয়ে দিল্লিকে দুর্গ বানাল পুলিস। সোমবার সকাল থেকে আকবর রোডে কংগ্রেসের সদর কার্যালয় চত্ত্বরে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিস। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধও করা হয়েছে কংগ্রেস নেতা-কর্মীদের। কার্যালয় চত্ত্বরে সবরকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিস। প্রশাসনের কড়া নির্দেশ, ১৪৪ ধারা ভঙ্গ করলে কড়া শাস্তি দেওয়া হবে দোষীদের। পুলিসের হুঁশিয়ারি উপেক্ষা করে সকাল থেকেই দিল্লির বিভিন্ন রাস্তায় মিছিল বের করেন কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকেরা। বিভিন্ন জায়গায় পুলিস তাদের পথ আটকায়। বহু কংগ্রেস কর্মীকে আইন ভঙ্গের জন্য আটক করা হয়েছে।

রাহুল গান্ধীর ইডির দফতরে হাজিরা দেওয়ার আগেই উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। এদিন সকালে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রাহুলের। তার প্রতিবাদে দেশজুড়ে সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধর্না-মিছিলেরও কর্মসূচি। তবে মিছিল শুরু করার প্রস্তুতি নিতেই আটক করা হয় কংগ্রেস সমর্থকদের।

প্রশাসনের নির্দেশ, রাজধানীতে কোনওরকম জমায়েত, মিছিল, ধর্না করা যাবে না। এমনকী ইডি দফতরের বাইরেও জমায়েত করতে পারবে না কেউ। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস। ইডি দফতরের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।

মিছিল এবং জমায়েতের কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচলকারী গাড়ি ও বাসকে অন্য পথে ঘোরানো হচ্ছে। সোমবার সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে ও ঘুরপথে যাতায়াতের জন্য দুর্ভোগে পড়েছেন দিল্লিবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*