ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। দু’দফায় তাঁকে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা। আজ ফের রাহুল গান্ধীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
প্রথম দফায় ৩ ঘণ্টা, দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দু’দফায় ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে সোমবার রাহুল গান্ধীর ইডি দফতরে হাজিরাকে হাতিয়ার করে পথে নামে কংগ্রেস। মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলে অবস্থান-বিক্ষোভ। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দফতর এবং ইডি দফতরের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
Be the first to comment