আত্মসমর্পণের জন্য আরও কিছুটা সময় চাই। সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে নিলেন প্রাক্তন ক্রিকেটর তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার তাঁর আত্মসমর্পণের কথা ছিল।কিন্তু চিকিৎসা সংক্রান্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিনি কয়েক সপ্তাহ সময় চেয়েছেন। বৃহস্পতিবার আসালতে প্রবীণ আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানিয়েছেন, যে তার চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার জন্য তার কিছুটা সময় দরকার।
সিধুর আইনজীবী সিংভি যেহেতু সিধুর অনুরোধের বিষয়ে শুনানি চেয়েছিলেন, আদালত তাকে আজ শুনানির জন্য প্রধান বিচারপতি এনভি রমনার কাছে একটি বিশেষ বেঞ্চ গঠনের জন্য আপিল করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার তিন দশকের পুরনো মামলায় সিধুকে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর, পাতিয়ালায় গুরনাম সিংকে ঘুষি মারে সিধু।তারপরই মারা যান গুরনাম। সেই মামলার এক বছর পর নির্দেশ দিল আলাদত। ৩০ বছর আগে এই ঘটনা বেশ কিছু ঘাতে বয়েছে। ৩২৩ (অনিচ্ছাকৃত আঘাত করা ), ৩০৪ (অনিচ্ছাকৃত খুন) ইত্যাদি ধারায় মামলা হয় সিধুর বিরুদ্ধে। কিন্তু ১৯৯৯ সালে উপযুক্ত সাক্ষ প্রমাণের অভাবে সিধুকে বেকসুর খালাস দেয় পাতিয়ালা দায়েরা আদালত।রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হরিয়ানা আদালতে মামলা হয়। হরিয়ানা আদালত সিধুকে ৩ বছরের নির্দেশ দেয় সেই মামলায়।
পঞ্জাব সরকার এবং মৃতের পরিবার একসঙ্গে সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০১৮ সালে সিধুকে দোষী সাব্যস্থ করে অনিচ্ছাকৃত খুনের জন্য কারাদণ্ড মুকুব করে দেয় আদালত। হাজার টাকা জরিমান দিয়েই সে যাত্রায় রেহাই পেয়েছিলেন সিধু। ফের সুপ্রিম কোর্টে আপিল করে মৃতের পরিবার। বৃহস্পতিবার তাতেই আদালত সিধুকে ১ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়।
সেই মতোই আজ পাতিয়ালা আদালতে সিধুর আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু শারীরিক কিছু সমস্যা এবং পরীক্ষা নিরীক্ষার কারণে আদালতে তাঁর আইনজীবী জানিয়ে দেন আজ তিনি আত্মসমর্পণ করতে পারবেন না।
Be the first to comment