পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ সিধুর

Spread the love

আত্মসমর্পণের জন্য আদালতের কাছে সপ্তাহ খানেক সময় চেয়েছিলেন নভজ্যোত সিং সিধু কিন্তু শুক্রবারই পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা ৷ যদিও এদিনই তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল ৷ কিন্তু শারীরিক কিছু সমস্যা এবং পরীক্ষা নিরীক্ষার কারণে তাঁর আইনজীবী আদালতকে জানান, আজ সিধু আত্মসমর্পণ করতে পারবেন না ৷ কিন্তু আদালতের নির্দেশ মেনে বিকালেই তিনি আত্মসমর্পণ করেন ৷

বৃহস্পতিবার তিন দশক পুরনো মামলায় সিধুকে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পার্কিং নিয়ে পাতিয়ালার এক বাসিন্দা গুরনাম সিংয়ের সঙ্গে বচসায় জড়ান সিধু ৷ অভিযোগ, বন্ধু রুপিন্দর সিংকে নিয়ে গুরুনামকে গাড়ি থেকে টেনে বের করেন তিনি ৷ তারপর মারধর করেন৷ পরে হাসপাতালে মৃত্যু হয় গুরনামের৷ মৃতের পরিবার সিধুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (অনিচ্ছাকৃত আঘাত করা ), ৩০৪ (অনিচ্ছাকৃত খুন)-সহ নানা ধারায় মামলা রুজু হয় ৷ কিন্তু ১৯৯৯ সালে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে সিধুকে বেকসুর খালাস করে পাতিয়ালা আদালত৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যায় গুরনামের পরিবার ৷

২০১৮ সালে সেই মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ তাতে পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের রায় বাতিল করে সিধুকে এক হাজার টাকা জরিমানা করে ৷ পরে গুরনামের পরিবার সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে ৷ সেই আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের রিভিউ বেঞ্চ রায় পুনর্বিবেচনার নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হন সিধু ৷ রায় ঘোষণার পর সিধু টুইট করে জানিয়েছিলেন, তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করবেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*