শরিফকে ১২ ঘন্টার জন্য আদিয়ালা জেল থেকে ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান

Spread the love

মঙ্গলবার লন্ডনের এক হাসপাতালে মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। সেই খবর পেয়েই শরিফকে ১২ ঘন্টার জন্য আদিয়ালা জেল থেকে ছেড়ে দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ওই জেলে শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাই মহম্মদ সফদরও বন্দি আছেন। তাঁদেরও ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

আগামী শুক্রবার লাহোরের জাটি উমরা অঞ্চলে শরিফদের পারিবারিক সমাধিস্থলে বেগম কুলসুমকে সমাহিত করা হবে। সেজন্য শরিফ ও তাঁর মেয়ে-জামাইয়ের প্যারোলের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। শরিফের দল পিএমএল -এন সরকারের কাছে আবেদন জানিয়েছে, তাঁদের পাঁচ দিনের জন্য মুক্তি দেওয়া হোক। কিন্তু সেই অনুরোধ সম্ভবত সরকার মানবে না।

গতবছর বেগম কুলসুমের গলায় ক্যানসার ধরা পড়ে। গত ১৫ জুন তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন থেকেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকে তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন। মঙ্গলবার সেই সিস্টেমও কাজ করেনি। পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা শাহবাজ লন্ডনে যাবেন শীঘ্র। সেখানে রিজেন্ট পার্ক মসজিদে বেগম কুলসুমের জন্য প্রার্থনা হবে। পরে তাঁর দেহ আনা হবে লাহোর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*