জেলে যেতে হবে বলে লন্ডনে মরণাপন্ন স্ত্রী কুলসুম নওয়াজকে ছেড়ে আস্তে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর মেয়ে মরিয়ম নওয়াজও মাকে ছেড়ে এসেছিলেন। কুলসুম মারা গিয়েছেন কিছুদিন আগে। বুধবার পাকিস্তানের হাইকোর্ট আরএস দিল, এখনই নওয়াজ ও তাঁর মেয়েকে জেল খাটতে হবে না।
কুলসুমের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য গত সপ্তাহে শরিফ ও তাঁর মেয়ে প্যারোলে মুক্তি পান। সেই থেকে তাঁরা বাইরেই রয়েছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তাঁদের দণ্ডাদেশ এখন কার্যকরী হবে না । কিন্তু কারাদণ্ড সরাসরি নাকচ করে দেওয়া হয়নি ।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অপরাধে গত বছর সুপ্রিম কোর্ট তাঁর প্রধানমন্ত্রীর পদটি কেড়ে নেয়। এর পরে অভিযোগ ওঠে, দুর্নীতি করে পাওয়া অর্থে শরিফ ও তাঁর মেয়ে লন্ডনে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। সেই অপরাধে শরিফের ১০ বছর ও তাঁর মেয়ের সাত বছর জেল হয়। তাঁরা দুজনেই অবশ্য বলেছেন, ওই ফ্ল্যাটগুলি দুর্নীতির অর্থে কেনা হয়েছে এমন প্রমাণ নেই।
Be the first to comment