পুজো মরশুমে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন একাধিক পর্যটক। অনেকেই হোটেল-লজে আটকে পড়েছেন। এমন পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
শিলিগুড়ি- কলকাতা রুটে এই বাড়তি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে স্পেশাল বাস শিলিগুড়ি -কলকাতা রুটে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ নিয়মিত বাস চলার পাশাপাশি বাড়তি বাস চালানো হবে শিলিগুড়ি ডিপো থেকে।
উল্লেখ্য, সপ্তাহের প্রায় শুরু থেকেই পাহাড় থেকে সামনে আসছিল একের পর এক ভূমিধসের ঘটনা। ধস নেমেছে ঘুম থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তাতে। ধস দেখা গিয়েছে NH 55-এ। পর্যটকদের NH 10 দিয়ে যেতে নিষেধ করা হয়েছে। NH 10-এ একাধিক জায়গায় বন্ধ রয়েছে রাস্তা। পাশাপাশি পর্যটকদের লাভা রুট এড়িয়ে চলতে বলা হয়েছে।
মঙ্গলবারই টানা বৃষ্টির জেরে ধস নামতে শুরু করে সন্দাকফু ট্রেকিংয়ের পথে রিম্বিকের কাছে। ফলে বিপাকে পড়েন সন্দাকফু-অভিযাত্রীরা। এছাড়া পাহাড়ের একাধিক জায়গায় ছোট-ছোট ধস নেমেছ। তবে সবচেয়ে বড় ধসের ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের রিম্বিকের পালমাজুয়া ব্রিজের কাছে।
পুজোর ছুটি কাটাতে আসা পর্যটকদের ভিড়ে এখনও ঠাসা শৈলশহর দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়াং। টানা বৃষ্টি শুরু হওয়ায় একেবারে হোটেলবন্দি হয়ে গিয়েছেন পর্যটকেরা। বৃষ্টি না কমলে পর্যটকদের যেমন হোটেলে বসে ভাড়া গোনা ছাড়া বেড়ানো সম্ভব নয়, তেমনই ভরা মরশুমে ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কায় পাহাড়ের ব্যবসায়ীরা।
অন্যদিকে, বুধবারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
Be the first to comment