শেষ হলো সংসদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট, ফল ঘোষনা নিয়ে ধোঁয়াশা

Spread the love

সংসদ নির্বাচনে ভোট দিল নেপালের জনগণ। বৃহস্পতিবার সকালে দেশটিতে সংসদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দফা ভোট হয়েছিল ২৬ নভেম্বর। দু দফার ভোট গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা। তবে ফলাফল ঘোষণা করতে ১০ বছর লেগে যেতে পারে বলে খবর। চলতি নির্বাচনে মোট দেড় কোটি ভোটার সংসদের ২৭৫ জন সদস্যকে নির্বাচিত করবেন। এদের মধ্যে ১৬৫ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন, বাকি সাংসদরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে।

প্রসঙ্গত, ২০১৫ সালে গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী হওয়া ভোটে প্রথমবারের মতো নেপালিরা তাদের দেশের সাতটি প্রদেশের প্রতিনিধিও নির্বাচিত করবেন। গত কয়েক বছরে অন্তত ১০ বার দেশটির সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে দুর্নীতির পরিমাণও বেড়ে গেছে। আর ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দেশটির অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে।

এসব সংকট কাটিয়ে এবারের নির্বাচন হিমালয় কোলের দেশটিতে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিয়ে আসবে, এমনটিই আশা করছেন দেশটির ভোটাররা। নির্বাচনে মধ্যপন্থী নেপালি কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধ বাম দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে সর্বশেষ সংসদের প্রধান বিরোধীদল কমিউনিস্ট (ইউএমএল) পার্টির সঙ্গে জোট বেধেছে মাওবাদীরা। তাদের সঙ্গে আছে ছোট ছোট আরও কয়েকটি বামদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*