রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে শাঁখ বাজিয়ে ‘জাতির নায়কের’ জন্মদিন পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজিকে নিয়ে বেশকিছু বিস্ফোরক মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সকলের জানা। কিন্তু তাঁর মৃত্যুদিন জানার জন্য দেশবাসী আজও আগ্রহী। সেই আক্ষেপই উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তাঁর কথায়, ‘নেতাজি বড় চক্রান্তের শিকার! দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না। তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।’
এদিন মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্ন তুললেন। এদিন তিনি মনে করিয়ে দিলেন, নেতাজিকে শ্রদ্ধা জানাতে রাজ্যের তরফে জয় হিন্দ বাহিনী-সহ কী কী পদক্ষেপ করা হয়েছে।
পাশাপাশি, নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা না করায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কেন্দ্রকে উদ্দেশ করে বলেন, ‘নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করতে পারেন সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করেছি।
Be the first to comment