সাম্প্রতিক কিছু ঘটনার সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলগুলিকে সতর্ক করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের এক নির্দেশিকার উল্লেখ করে রাজ্য স্বরাষ্ট্র দফতর সোমবার বলেছে, বেশ কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে এমন কিছু সংবাদ এবং ঘটনা সম্প্রচারিত হচ্ছে, যেগুলি বিভ্রান্তিকর, স্পর্শকাতর এবং সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। শুধু তাই নয়, ওই সব চ্যানেল এমন সব বিতর্কের আয়োজন করা হচ্ছে, যেখানে অসংসদীয়, উত্তেজনাপ্রবন, সাম্প্রদায়িক কথাবার্তা অনায়াসে বলা হচ্ছে।
রাজ্য সরকার মনে করে, এর ফলে রাজ্যে শান্তি বিঘ্নিত হচ্ছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। চ্যানেলগুলির এ ধরনের আচরণ অত্যন্ত ক্ষতিকর। তাই তাদের এই সব খবর এবং ঘটনার সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হচ্ছে।
রাজ্য সরকারের মতে, ওই চ্যানেলগুলির কার্যকলাপ কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন আইন, ১৯৯৫ এর ১৯ নম্বর ধারার পরিপন্থী। রাজ্য সরকার বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই সরকার চায়, চ্যানেলগুলি যেন এই ধরনের খবর সম্প্রচার থেকে বিরত থাকে। রাজ্য সরকার সমস্ত এমএসও এবং কেবল অপারেটরকেও সতর্ক করে বলেছে, তারা যেন বিষয়টি সম্পর্কে অবহিত থাকে।
Be the first to comment