নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে চললো গুলি। দুর্ঘটনায় কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার জেরে ক্রাইস্টচার্চের সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই গুলি চালানোর ঘটনা ঘটে। সেইসময় মসজিদ চত্বরে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য রক্ষা পান। ঘটনার পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান তাঁর পরবর্তী অনুষ্ঠানগুলি বাতিল করেছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে গুলির শব্দ শুনতে পাই। পরে দেখি মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছে। অন্যজন বলেন, একটি শিশুকে গুলিবিদ্ধ হতে দেখলাম। আমার চারপাশে তখন মৃতদেহ। প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গুলি চলে। এই ঘটনায় ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশি ক্রিকেটাররাও।
Be the first to comment