সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্তের পর এবার জলসায় গিয়ে হেনস্থার শিকার কলকাতার আরেক শিল্পী নীলিশা বসাক ৷ বারাসতে এক জলসায় অংশ নিয়ে গিয়ে হেনস্থার শিকার হলেন এই সঙ্গীতশিল্পী ৷ নীলিশার অভিযোগ, তিনি গান গাওয়ার সময় মঞ্চে ওঠে এক যুবক ৷ শিল্পীকে জ্যাকেট খুলতে বলে সে ৷ এমনটাই অভিযোগ নীলিশার ৷
এর আগে একই ঘটনা ঘটেছে রিয়্যালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্তের সঙ্গে। শনিবার তিনি অনুষ্ঠান করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে। দাঁতন থানার কালীপুজো উপলক্ষে পুলিশের আয়োজিত জলসায় গান গাইতে। অভিযোগ, সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়। মেখলার অভিযোগ ছিল, ‘‘ আমাকে শুধু বলা হচ্ছিল ‘লায়লা মে লায়লা’, ‘দো ঘুঁট মুঝেভি পিলাদে শরাবি’র মতো গান গাইতে। আয়োজক ড্রিঙ্ক করেছিলেন। সিং নেই তবু নাম তার সিংহের সঙ্গে নাচতে পারছিলেন না। আমাকে বলছিল, আমরা কম্পিটিশনের গান শুনতে আসিনি। চাইছিলেন লায়লা মে লায়লা, দো ঘুট, মুংরা এ সব গাই। শুধু গাইব না, ওদের কাছে গিয়ে নাচবও..৷ ’’
Be the first to comment