দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ যাদবপুর, অষ্টম কলকাতা

গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়।শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান পেয়েছিল। কিন্তু এবছর কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা কলকাতা বিশ্ববিদ্যালয় অনেকটাই নীচে নেমে অষ্টম স্থান পেয়েছে।

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও সেরা কলেজের তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ। দেশের সেরা কলেজের তালিকায় প্রথম দশে রাজ্যের দুটি কলেজ রয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ অষ্টম স্থান ও বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ নবম স্থান পেয়েছে। বিভিন্ন মাপকাঠির উপর ভিত্তি করে কেন্দ্র এনআইআরএফ প্রকাশ করে কেন্দ্র।

গবেষণা, পঠন-পাঠন সহ একাধিক মাপকাঠির ওপর নির্ভর করেই দেশব্যাপী বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কলেজগুলিকে দেওয়া হয় এই স্বীকৃতি। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সার্বিক বিচারে প্রথম স্থানে আছে মাদ্রাজ আইআইটি। দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু আইআইটি, চতুর্থ স্থানে আছে দিল্লি আইআইটি।

পঞ্চম স্থানে আছে কানপুর আইআইটি এবং ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর। দেশের সেরা তিনটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (বেঙ্গালুরু), জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (নিউ দিল্লি) এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (নিউ দিল্লি)। দেশের সেরা তিনটি কলেজ যথাক্রমে- মিরান্ডা কলেজ (দিল্লি), হিন্দু কলেজ (দিল্লি) এবং প্রেসিডেন্সি কলেজ (চেন্নাই)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*