‘মা সারদা মমতা বন্দ্যোপাধ্যায় রূপে জন্ম নিয়েছেন’, দাবি তৃণমূল বিধায়ক নির্মল মাজির

Spread the love

মা সারদার পুনর্জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে। এমনই দাবি করলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাজি। রবিবার বাঁকুড়ায় প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলনের এই দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নির্মলের বক্তব্যের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

নির্মল বলেন, মৃত্যুর কয়েকদিন আগে মা সারদা বিবেকানন্দের কয়েকজন সতীর্থকে বলেছিলেন, মৃত্যুর পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে মনুষ্যরূপে জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজকর্ম করব। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হব। সংখ্যাতত্ত্ব, পরিসংখ্যান মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা।

এরপরেই নির্মল বলেন, দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে যার জন্ম হয়, তিনিই যুগে যুগে নবরূপে উন্মোচিত হন। দিদি মা সারদা, দিদিই ফ্লোরেন্স নাইটেঙ্গেল, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় বইছে।

নির্মলই অবশ্য প্রথম নয়, এর আগেও তৃণমূলের একাধিক নেতা মাতৃস্থানে, মা দুর্গার আসনে বসিয়েছেন। রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া দেবী দুর্গার সঙ্গে মমতার তুলনা করেছিলেন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও একবার দাবি করেছিলেন, মমতার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*