টানা অষ্টমবার বাজেট পেশ করছেন নির্মলা, মধ্যবিত্তের আশা রাখবেন অর্থমন্ত্রী?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ লাগাতার অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগেই গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেশের মধ্যবিত্তের আশা বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে আয়কর হার বা স্ল্যাবে পরিবর্তনের আশা করা হচ্ছে। এছাড়া মূলধনী ব্যয় খাতে বরাদ্দ বাড়তে পারে বলেও আশা করা হচ্ছে। তবে এই সব আশা পূরণ হবে কি না, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা বাকি।

আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতির মন্থর গতি, টাকার মূল্যে পতন এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আজকের বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য এবার কি কিছু থাকবে, প্রশ্ন সেটাই। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রার্থনা করছি, দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন দরিদ্র ও মধ্যবিত্তের উপর বর্ষিত হয়।” রাজনৈতিক মহল এই উক্তিকে ইঙ্গিত বলেই মনে করছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেশ বড় ধাক্কা খেয়েছিল বিজেপি সরকার। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির একাংশের মুখ ফিরিয়ে নেওয়াই একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর অন্যতম কারণ তা বুঝেছে শাসকদল। সে কারণেই এবার আশা করা হচ্ছে, তাদের খুশি করতে পারেন সীতারামন। দেওয়া হতে পারে আয়করে ছাড়।
নতুন ট্যাক্স রেজিমে বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। এবার তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা হতে পারে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করে ছাড় দেওয়া হতে পারে।
তবে আর্থিক সংস্কারের পথে কতটা হাঁটবে বিজেপি সরকার তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সদ্য প্রয়াত মনমোহন সিং অর্থমন্ত্রী থাকাকালীন পি ভি নরসিমা রাওয়ের সরকার ১৯৯১ সালের বাজেট সংস্কারে মনোযোগী হয়েছিল। তার সুফলও মেলে পরবর্তীতে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানো শরিক নির্ভর বিজেপি সরকার ততটা সাহস দেখাবে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। কারণ আর্থিক সংস্কার দীর্ঘমেয়াদি ভিত্তিতে উপকারী হলেও প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*