বাংলা থেকে কেউ পূর্ণ মন্ত্রীর পদ কেউ না পেলেও এক জনকে নিজের ডেপুটি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন প্রতিমন্ত্রী হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ৷ আগে এই পদে ছিলেন জি কিষাণ রেড্ডি ৷ তাঁকে পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী করা হয়েছে ৷ পরিবর্তে সেখানে এসেছেন রাজবংশী নিশীথ প্রামাণিক ৷
এছাড়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন চিকিৎসক সুভাষ সরকার, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি জন বার্লা ৷ শান্তনু ঠাকুরকে করা হয়েছে বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ৷ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জন বার্লা ৷
প্রসঙ্গত, নিশীথ প্রামাণিক দিনহাটা থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিজেপি এই কেন্দ্রে তৃণমূলকে পরাজিত করে। নিশীথ প্রামাণিক ওই কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।
চিকিৎসক সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ। গত পাঁচ দশক ধরে তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। বুধবার মোদীর মন্ত্রিসভায় শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে শপথ নেন ৪৩ জন মন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রীদের সঙ্গে চা-চক্রে বসবেন প্রধানমন্ত্রী।
Be the first to comment