নীতি না মিললেই জোট ত্যাগ! ৮ বার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতীশের

Spread the love

জল্পনা ছিল, তবে সেটা খুব একটা দীর্ঘ সময় টিকিয়ে রাখেননি। সিদ্ধান্ত নিয়ে বেশ দ্রুততার সঙ্গেই অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন নীতীশ কুমার। জোর জল্পনা, এবার ফের বিজেপির সহায়তা নিয়ে, নবম বারের মত বিহারের কুর্সিতে বসতে চলেছেন তিনি। সূত্রের খবর, রবিবারই শপথ নেবেন বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে। আর তা হলে, দু বছরে, দুবার একই পদের জন্য শপথ নিতে যাচ্ছেন তিনি।

কয়েক মাস আগের ঘটনাবলীর দিকে তাকালে দেখা যাবে, মহারাষ্ট্রে যখন শিবসেনা জোট ভেঙে, গেরুয়া শিবিরের সহায়তায় মুখ্যমন্ত্রী পদে বসলেন শিন্ডে, তার পরে পরেই নীতীশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে অনেকেই বলেছিলেন, বিজেপি বিরোধিতায় পথ দেখাচ্ছে বিহার। বিজেপির সঙ্গে জোট ছেড়ে, নতুন জোটের সরকার তৈরি করেছিলেন তিনি। হাত ধরেছিলেন এক সময়ের প্রতিপক্ষ দল আরজেডির। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রথম সূত্রধারও ছিলেন তিনি। বিজেপি যখন বারবার বলছে, বিরোধী জোট টিকবে না, তখন সেই নীতীশ একেবারে রাজনীতির সমস্ত গ্রাফ বদলে দিয়ে তাঁর সরকারের সমাপ্তি ঘটালেন। রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে আর্জি জানালেন, তিনি সম্পর্ক শেষ করছেন মহাগঠবন্ধনের সঙ্গে ,সুতরাং ভেঙে দেওয়া হোক সরকার। ইস্তফা দিয়ে বেরিয়ে জানালেন, পুরনো জোট ছেড়ে ফের তৈরি করবেন নতুন জোট।

সূত্রের খবর, চতুর্থ বারের জন্য গেরুয়া শিবিরের হাত ধরেই তিনি তৈরি করবেন এই নতুন জোট। এই গেরুয়া শিবির বারবার নীতীশের হাত ছাড়া, আর হাত ধরা নিয়ে বিরক্ত হয়ে জানিয়েছিল, আর নয়। নীতীশও বলেছিলেন, অসম্ভব। তবে রাজনীতিতে যে সময়ের হিসেবে সব সম্ভব একথা সর্বজনবিদিত। একথাও পরিষ্কার, নতুন জোটের, নতুন সরকারের মুখ্যমন্ত্রী থাকবেন তিনিই। অর্থাৎ নবম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। জানা যাচ্ছে, নতুন সরকারের উপ মুখ্যমন্ত্রী পদে বসবেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিং। যদিও এই বিষয়ে গেরুয়া শিবিরের সঙ্গে নিজের মত কিছুটা আপোস করেছেন বলেই খবর সূত্রের। অন্যদিকে পাটনায় ইতিমধ্যে নজরে আসছে মোদি-নীতীশ ব্যানার, পোস্টার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*