রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি শাসিত মণিপুুরের এনডিএ সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন জেডিইউ বিধায়ক। বুধবার দুপুরে এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন ওঠে, তাহলে কি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করছে নীতীশ কুমারের দল? এরপর বিকেলে এই খবর ভিত্তিহীন বলে দাবি করেন জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ।
এদিকে দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে মণিপুরে জনতা দল ইউনাইটেডের সভাপতি কেএসএইচ বীরেন সিংকে তাঁর পদ থেকে অপসারিত করে জেডিইউ। এদিন সংবাদমাধ্যমকে জেডিইউয়ের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন পরিষ্কার জানান, সমর্থন প্রত্যাহারের বিষয়টি মিথ্যা রটনা। জেডিইউ এনডিএ জোটের সঙ্গে আছে, ভবিষ্যতেও তাই থাকবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব জেডিইউ-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই রাজ্যপালকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানান। তাই মণিপুরের রাজ্য সভাপতি কেএসএইচ বীরেন সিংকে দল বিরোধী কাজের জন্য বরখাস্ত করা হল।
উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে জনতা দল ইউনাইটেডের ৬ জন বিধায়ক জয়ী হয়। এর মধ্যে ৫ বিধায়কই পরে শাসক বিজেপিতে যোগ দেন। বর্তমানে মণিপুরে ৬০ আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৩৭। যার মধ্যে নাগা পিপলস ফ্রন্টের ৫ জন ও ৩ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। কেন্দ্রেও এনডিএ-র অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড। বিহারেও দুই দল পরস্পরের সহযোগী। তা সত্ত্বেও রাজনীতির অলিন্দে নীতীশ কুমার যেভাবে জোট বদলান তাতে অনেকেই মণিপুরের খবরে ধন্দ্বে পড়ে যান। যদিও শেষ পর্যন্ত নীতীশের দলের পদক্ষেপে স্বস্তি ফিরেছে এনডিএ শিবিরে।
Be the first to comment