
রোজদিন ডেস্ক, কলকাতা:- ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়। শনিবার বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার করা হল। বার্ষিক ২৪ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর। বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় হবে এই নতুন ঘোষণায়।
এদিন স্ল্যাব বেঁধে ঘোষণা করেন নির্মলা। তিনি জানান, নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এরপর ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ দিতে হবে কর। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ দিতে হবে কর। ২৪ লক্ষের উপরে দিতে হবে ৩০ শতাংশ কর। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।
এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছিলেন, প্রত্যক্ষ কর ব্যবস্থায় মূল লক্ষ্যই হল ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণিকে সুরাহা দেওয়া। তা ছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা করে দেওয়া। তাঁর কথায়, মধ্যবিত্তরাই দেশের চালিকা শক্তি। তাই এই বাজেটে তাঁদের জন্য বড় সুরাহার ব্যবস্থা করা হয়েছে।
Be the first to comment