কলকাতা থেকে চিরতরে বিদায় নিলো নন এসি মেট্রো রেক

Spread the love

শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন এসি রেক। সম্প্রতি এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। দেশে কলকাতাই ছিল একমাত্র শহর যেখানে চলত নন এসি মেট্রো রেক। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন এসি রেক। প্রায় ১ বছর আনুষ্ঠানিকভাবে সেই রেকগুলিকে বিদায় জানাল কলকাতা মেট্রো।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করেছিল কলকাতার নন এসি মেট্রো রেক। প্রথম দফায় চেন্নাই থেকে এসেছিল ৯টি নন এসি রেক। নয়ের দশকে আরও ৯টি রেক চেন্নাই থেকে এসে পৌঁছয় কলকাতায়। তার পর থেকে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের অবিরাম পরিষেবা দিয়েছে রেকগুলি। পরিবহণ করেছে লক্ষ লক্ষ যাত্রীকে। কান ফাটানো আওয়াজে সুড়ঙ্গের মধ্যে ছুটেছে দিনের পর দিন। ১৫ অগাস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হল ৩৪ বছরের সেই যাত্রা।

শেষবার নোয়াপাড়া – দক্ষিণেশ্বর নবনির্মিত লাইন পরীক্ষা করতে ব্যবহার করা হয়েছিল নন এসি রেক। তার পর থেকে দেখা যায়নি তাদের। আগেই দফায় দফায় নন এসি রেক বাতিল করতে শুরু করেছিল কলকাতা মেট্রো। অবশেষে ১৪টি এসি রেক এসে পৌঁছনোয় নন এসি রেক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। চড়তে না পারলেও চোখে কি আর দেখা যাবে না নন এসি রেক? সেজন্য আপনাকে যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*