এবার কলকাতায় থাবা বসালো চিনের নয়া ভাইরাস এইচএমপিভি ভাইরাস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :-বেঙ্গালুরু, আহমেদাবাদের পর এবার কলকাতায় থাবা বসালো চিনের নয়া ভাইরাস এইচএমপিভি। ৬ মাসের এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস মিলেছে বলে খবর। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই শিশুটিকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আপাতত সে এখন সুস্থ আছে।

হাসপাতাল সূত্রে খবর, মুম্বাইয়ের বাসিন্দা ওই শিশু বাবা মায়ের সাথে গত বছর ডিসেম্বর মাসে। এরপরই গলা জ্বালা, জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা যায়। তারপর তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলে তাঁর চিকিৎসা। বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যায়। হাসপাতালে নমুনা পরীক্ষাতেই হদিশ পাওয়া যায় এইচএমপিভি ভাইরাসের।
দেশে এই মুহুর্তে দেশের মধ্যে চারটি কেস পাওয়া গেছে। ফলে এবার নড়েচড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে একটি জরুরি ভিত্তিতে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকে এই ঘটনা সামনে আসার পর সমস্ত ৫ টি মেডিক্যাল কলেজ সহ ডায়মন্ড হারবার হাসপাতাল, এম আর ভঙ্গুর হাস্পাতাল, বি সি রায় হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের জরুরি ভিত্তিতে ফিভার ক্লিনিক চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে বলা হয়েছে ৫ বছর পর্যন্ত বয়েসী শিশুদের উপরে বিশেষ নজর রাখতে হবে। লাগাতার তিন দিনের বেশি জ্বর হলেই হাসপাতালে বা ফিভার ক্লিনিকে চিকিৎসা করতে হবে। বাচ্চাদের মাস্ক ব্যবহার করে যত্ন রাখতে হবে। জ্বর হলেই এন্টিবায়োটিক চালু করতে হবে। যেহুতু এই রোগ দ্রুত গতিতে ছড়ায়। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হলে তার থেকে আরো ৭ জনের মধ্যে ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া যে বাড়িতে কেউ আক্রান্ত হলে সেই বাড়িকে আইসোল্টেড করে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এচএমভিপি ভাইরাসে আক্রান্ত শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দফা দফায় জামা কাপড় বদল করতে হবে। পরিষ্কার আলো বাতাসের রাখতে হবে। এছাড়া কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলী মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের তাদের জেলার হাসপতালে ফিভার ক্লিনিক চালু করতে হবে বলে নির্দেশ দিল স্বাস্থ্য ভবন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*