এনআরএসে ডোম পদে পাশ ৩৭ জন

Spread the love

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবরেটরি অ্যাটেড্যান্ট (ডোম) পদের লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন ৩৭ জন। তাঁদের মধ্যে মহিলা পাঁচ জন। ৩১ অগস্ট ওই ৩৭ জনকে প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে।

মাসিক ১৫ হাজার টাকা বেতনে ডোমের ছ’টি শূন্য পদে আবেদন জমা পড়েছিল প্রায় আট হাজার। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। তবে ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক পরীক্ষায় উত্তীর্ণেরাও আবেদন করেছিলেন। জুলাইয়ের শেষে বিষয়টি প্রকাশ্যে আসার পরে শোরগোল পড়ে যায়। আবেদন যাচাই করে ৭৮৪ জনকে লিখিত পরীক্ষায় ডাকেন এনআরএস-কর্তৃপক্ষ। ১ অগস্ট সেই পরীক্ষা দেন ২৮৪ জন। তাতে ডোমের কাজের অভিজ্ঞতাসম্পন্ন অষ্টম শ্রেণি পাশ প্রার্থীর পাশাপাশি স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*