বিয়েতে ছিলেন শুধুমাত্র নুসরতের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। বোদরুমে গিয়েছিলেন নুসরতের বন্ধু তথা সাংসদ মিমি চক্রবর্তী। তখনই জানা গিয়েছিল কলকাতায় হবে গ্র্যান্ড রিসেপশন। সেই মতোই বৃহস্পতিবার সেই গ্র্যান্ড রিসেপশনের আসর বসলো কলকাতার আইটিসি রয়্যালে।
জানা গিয়েছে, অভিনেত্রী সাংসদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রীসভার আরও অনেক সদস্যের পাশাপাশি রাজ্যের বহু রাজনীতকরাই এদিনের অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছেন।
তবে শুধু টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই নন, টলিপাড়ার অনেক কলা-কুশলীরাও এদিন উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, মুনমুন সেন, আবীর চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, শ্রাবন্তী, তনুশ্রী, বীরসা দাশগুপ্ত, প্রিয়াঙ্কা, রূপম ইসলাম, কোয়েল, সৃজিত মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের।
তবে যাই হোক না কেন, বিয়ে বাড়ির মূল আকর্ষণ বিয়ে বাড়ির মেনু। আর জানা গিয়েছে সেই মেনুতে থাকছে বাঙালি ও ইটালিয়ান খাবার। থাকছে নিরামিষ ও আমিষ খাবারও। এছাড়াও থাকছে লোভনীয় সব বাঙালি খাবার। থাকছে ইলিশ, চিংড়ি, ভেটকি মাছ, বিরিয়ানি, চিকেন চাপ, পনির খুরচান, কাবাব, কুলচা, কষা মাংস, পাস্তা, চাউমিন, স্যালাড সহ একাধিক আইটেম। মিষ্টির মধ্যে থাকছে বসিরহাটের মাখা সন্দেশ, আম মিষ্টি, আম ছানার পায়েস, হট চকলেট মাড পাই, Black Forest কেক সহ বিভিন্ন মিষ্টি। জানা গিয়েছে, বিয়ের পুরো মেনু ঠিক করেছেন নুসরত নিজেই।
Be the first to comment