ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

Spread the love

জল্পনার অবসান কি হল? নুসরত জাহানের ছেলেকে কোলে নিয়ে যশ দাশগুপ্ত কি প্রমাণ করে দিলেন, তিনিই সদ্যোজাতের বাবা? নুসরত বা যশ এই প্রশ্নের উত্তর না দিলেও এ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ গত কয়েক মাস ধরে টানা খবরে থেকেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ৷ তাঁকে ঘিরে শিরোনামে উঠে এসেছে আরও দু’টি নাম ৷ তার একটি অভিনেতা যশ দাশগুপ্ত হলে অন্যটি অবশ্যই নিখিল জৈন ৷ যাঁকে কয়েক মাসে আগে পর্যন্ত নুসরতের স্বামী বলেই জানত আমজনতা ৷ এমনকী, বেশ কিছু নথিতে নুসরত নিজেও নিখিলকে ‘স্বামী’ বলেই উল্লেখ করেছিলেন বলে দাবি সূত্রের ৷

এসব নিয়ে মুচমুচে আলোচনার মধ্যেই জানা যায় নুসরত সন্তানসম্ভবা ৷ ততদিনে গল্পে পাকাপাকিভাবে ঢুকে পড়েছে আর এক চরিত্র ৷ নাম যশ দাশগুপ্ত ৷ পেশায় অভিনেতা ৷ বন্ধু যশের সঙ্গে ঘনিষ্ঠতাই কি নুসরতের গর্ভবতী হওয়ার কারণ ? এ নিয়ে গবেষণা যত হয়েছে, তার থেকেও বেশি রটেছে কেচ্ছা ৷ যাকে যশ বা নুসরত, পাত্তা দেননি কেউই ৷ এরই মধ্যে গত বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ৷ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ৷

সূত্রের খবর, সদ্যোজাতের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ সেসবের পালা মিটতেই এদিন ছুটি পান নুসরত ৷ সদ্য মা হওয়া নুসরতকে ক্যামেরাবন্দি করতে আগে থেকেই হাসপাতালের বাইরে হত্যে দিয়ে পড়েছিলেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ তাঁদের দেখতে পেয়ে হাত জোড় করে নমস্কার করেন নুসরত ৷ পরনে ছিল ট্রেন্ডি এথনিক ওয়্যার ৷ এরপরই হাসপাতাল থেকে বের হন যশ ৷ তাঁর বেশ-ভুষা অবশ্য ওয়েস্টার্ন ক্যাজুয়ালই ছিল ৷ নজর কাড়ে তাঁর দু’হাত ৷ তাতে যত্ন করে ধরা ছিল তোয়ালে মোড়া একটি শিশু ৷ সে আর কেউ নয় ৷ নুসরতের ছেলে ৷ একরত্তিকে আগলে ধরেই গাড়িতে ওঠেন যশ ৷ গিয়ে বসেন চালকের আসনে ৷ ততক্ষণে পাশের আসনে উঠে বসেছেন নুসরত ৷ এরপর মায়ের হাতেই তাঁর সন্তানকে তুলে দেন অভিনেতা ৷

যেভাবে নুসরতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন যশ, তাতে চায়ের আসরে ‘গবেষণা’র নতুন খোরাক পেয়ে গেল আমজনতা ৷ অধিকাংশেরই দাবি, যশের এই আচরণই বলে দেয়, তিনিই নুসরতের সন্তানের বাবা ৷ প্রসঙ্গত, ছেলের পিতৃপরিচয় নিয়ে এখনও মুখের কুলুপ সরাননি নুসরত ৷

সূত্রের খবর, হাসপাতালে নুসরত নাকি জানিয়েছিলেন, তিনি চান, সন্তান বড় হোক তাঁরই পরিচয়ে ৷ কোনও মেয়ের এমন আচরণে খুব একটা অভ্যস্ত নয় আমবাঙালি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*