রবিবার কলকাতায় পুরভোট। কিন্তু করোনা সংক্রমণের নিরিখে দেশের যে ১৯টি জেলা কেন্দ্রের ‘উদ্বেগজনক’ তালিকায় রয়েছে, কলকাতা তার মধ্যে অন্যতম।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ওমিক্রন স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে। সংশ্লিষ্ট রোগী বালকটি সুস্থ হয়ে গেলেও পুরভোটের কারণে কলকাতায় নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দিল্লির সতর্কবাণী, সব ধরনের সতর্কতা মেনে হোক পুরভোট। অন্যথায় বিপদ।
এই মুহূর্তে দেশে রাজ্যভিত্তিক অ্যাক্টিভ রোগীর সংখ্যার নিরিখে কেরল ও মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সারা ভারতের করোনা রোগীদের মধ্যে ৮.৬৯ শতাংশই পশ্চিমবঙ্গের। এর পাশাপাশি, যে ১৯টি জেলায় সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি, তার মধ্যে কলকাতাও রয়েছে। মহানগরে সংক্রমণের হার ৫.৮০ শতাংশ। এই আবহে কলকাতায় পুরভোট হলে তাতে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা যে বেড়ে যায়, ঘরোয়া ভাবে তা স্বীকার করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা।
Be the first to comment