রোজদিন ডেস্ক :- চলতি মাসের আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টার পর থেকে ১৫ ডিসেম্বর সকাল পর্যন্ত গোটা উত্তর, মধ্য কলকাতার পাশাপাশি বিধাননগর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখছে কলকাতা পুরসভা।
শুক্রবার “টক টু মেয়র” অনুষ্ঠানের পর এমনই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র এদিন জানান,”টালা এবং পলতায় জরুরী ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারনেই ১৪ তারিখ সকাল ৯টা পর্যন্ত জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” টালা-পলতা বন্ধ থাকায় উত্তর এবং মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। একইরকম ভাবে সল্টলেক পুরসভা এলাকার প্রায় ৩০ ভাগ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।
পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের অভিমত পলতা জল উৎপাদন এবং টালা সরবরাহ কেন্দ্র মিলিয়ে অন্তত ৫০ টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। এর মধ্যে যেমন পাইপের ছিদ্র মেরামত আছে তেমনই চেক ভালভ, জলের চাপ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় রয়েছে। পুরসভার এক কর্তার কথায়, রোজ পলতা থেকে গড়ে ২৪২ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হয়। কিন্তু সবটা জল রোজ সরবরাহ করা হয়না। কারন টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রাখতেই রোজ নিয়ম করে কিছুটা পানীয় জল রাখা হয়।
Be the first to comment