রোজদিন ডেস্ক, কলকাতা :- সঞ্জয় রায়ের সাজা ঘোষণার দিন আরজি কর ইস্যুতে সামাজিক ব্যাধি নির্মূলের বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একইসঙ্গে গোটা বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রাখলেন তিনি। তবে রায় বা সাজা সন্তোষজনক না হলে উচ্চ আদালতে যাওয়ার পথ যে খোলা আছে, সে বিষয়টিও উল্লেখ করেছেন রাজ্যপাল।
শিয়ালদা আদালতে আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়েছে সিবিআই। সোমবার রাজভবনে এক কর্মসূচির পর এই বিষয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “আদালতের উপরেই সাজার বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। আদালত থেকেই আমরা বিচার পাব। যদি সাজা সন্তোষজনক না হয় তাহলে অন্য পন্থা আছে বিচারের আর্জি জানানোর, তা অবলম্বন করা হবে। আইনি ব্যাপার আইনি পদ্ধতিতেই সামলাতে হবে। তবে সবচেয়ে আগে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকটা দেখা উচিত।”
আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের মামলার রায়কে সম্মান করার কথা বলেন রাজ্যপাল। তিনি এদিন বলেন, “আদালত ইতিমধ্যেই রায় ঘোষণা করেছে। আমাদের উচিত সেই রায়কে সম্মান জানানো। তবে স্বাস্থ্য ব্যবস্থার যা অবস্থা, তার পরিবর্তন দরকার। শুধু রাজ্যে না, দেশেও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কাঙ্খিত। চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। সামাজিক ব্যাধি নির্মূল করতে হবে।”
আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় একা দোষী বলে মনে করছেন না নির্যাতিতা তরুণীর মা-বাবা। যদিও রাজ্যপাল এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু বলার নেই। আদালতের উপরেই সব।”
উল্লেখ্য, শনিবার আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় রায় ঘোষণা হয়েছে শিয়ালদা আদালতে। সেখানে বিচারক অনির্বাণ দাস মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। এরপর সোমবার তার সাজা ঘোষণা। তার আগেই এই নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল।
Be the first to comment