রোজদিন ডেস্ক:- সম্ভল যাওয়ার আগেই দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় আটকানো হল দেশের বিরোধী দলনেতাকে। তাঁর সাথে ছিলেন কংগ্রেসের নব্য সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
কয়েক দিন আগেই গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের সম্ভল। জানা যায়, ওই সংঘর্ষের কারণে বেশ কয়েকজনের মৃত্যুরও ঘটনা ঘটে, যা নিয়ে উত্তাল হয় সংসদ। এরপরই বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে যান তাঁর বোন তথা কংগ্রেসের নব্য সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের অনান্য নেতারা।
বুধবার সকাল ১০টা নাগাদ রওনা দেন রাহুলরা। সকাল ১১টা নাগাদ তাঁরা গাজিপুরে পৌঁছন। কিন্তু এর পর আর এগোতে দেওয়া হয়নি তাঁদের কনভয়। জানা যায় আগে থেকেই গাজিপুর সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছিল রাহুল-প্রিয়াঙ্কার সম্ভল যাত্রা আটকাতে। বসানো হয়েছিল ব্যারিকেড। ছিল কড়া প্রহরা। এদিন রাহুলদের যাত্রা রুখতে পুলিশি তৎপরতায় হাইওয়েতে প্রবল বিশৃঙ্খলা শুরু হয় সকাল থেকেই। পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কংগ্রেস কর্মীদের দেখা যায় স্লোগান দিতে দিতে ব্যারিকেড বেয়ে উপরে উঠতে।
এরপরই কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমাদের দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে আমরা বদ্ধপরিকর। উত্তরপ্রদেশ সরকারকে আমাদের প্রতিনিধি দলকে সম্ভলে যাওয়ার অনুমতি দিতেই হবে।’
এদিন দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষমেশ দিল্লি ফিরে যান তাঁরা। ফেরার পথে রাহুল সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছি, পুলিশ যেতে দিচ্ছে না, তাঁরা আমাদের অনুমতি দিচ্ছে না। এলওপি হিসাবে, সেখানে যাওয়া আমার অধিকার, কিন্তু তাঁরা আমাকে বাধা দিচ্ছে। আমি একা যেতে প্রস্তুত, আমি পুলিশের সঙ্গে যেতে প্রস্তুত, কিন্তু তাঁরা অনুমতি দিচ্ছে না।”
প্রিয়াঙ্কা এদিন বলেন, “সম্ভলে যা হয়েছে তা ঠিক নয়। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাঁর সাংবিধানিক অধিকার রয়েছে এবং তাঁকে এভাবে থামানো যাবে না। পুলিশের কাছে কোনও জবাব নেই। হয়তো উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে তাঁরা এতটুকুও সামলাতে পারছে না।”
Watch | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi along with other Congress leaders at the Ghazipur border where they have been stopped by Police on the way to violence-hit Sambhal. pic.twitter.com/7CtJOFUlnq
— ANI (@ANI) December 4, 2024
Be the first to comment