আবারও বিশ্বের দরবারে খ্যাতি পেল এক বঙ্গ তনয়ার আবিষ্কার

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :– বিশ্বমঞ্চে ফের এক বাঙালির জয়জয়কার। যে বাঙালির কথা আজ জানাতে চলেছি তাঁর নেশা বলতে সব সময় নতুন কিছু আবিষ্কার। সেই নেশার টানেই এবার আবিষ্কার করে ফেললো একটা ধূলিকণার থেকেও ছোটো একটা চিপ। যা বিশ্বের দরবারে তাক লাগিয়ে দিয়েছে বঙ্গ তনয়ার এই সাফল্যকে। তাঁর সাফল্যে গর্বিত গোটা রাজ্য তথা দেশ। তিনি বাংলার বাটানগরের বাসিন্দা দেবলীনা সরকার। নবনালন্দা স্কুলের প্রাক্তন ছাত্রী। ইন্ডিয়ান স্কুল অফ মাইনস, জার্মানির উজবার্গ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে বর্তমানে ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলিজ বা এমআইটির প্রফেসর।

একটা পাতলা চিপ। পাতলা মানে কতটা পাতলা? একটা ধূলিকণার থেকেও ছোট, তার থেকেও পাতলা। হাতে নিলেও কিছুই বোঝা সম্ভব না। পাতলার থেকেও পাতলা এই চিপের ক্ষমতা কিন্তু অসীম। এগুলো ন্যানোইলেকট্রিক বায়োসেন্সরগুলোতে ব্যবহার হয়।
সহজ করে বললে, খুব ছোট, ক্ষুদ্রাতিক্ষুদ্র যে যন্ত্র, তাকে চালাতে এই চিপ লাগে। এই চিপকে চলতি বছরের সেরা আবিস্কার, বলা হচ্ছে বিভিন্ন সায়েন্স জার্নালে। এই বিশেষ চিপ তৈরি করেছেন এই বঙ্গ তনয়া।
এই ক্ষুদ্র চিপ তৈরির পাশাপাশি দেবলীনা একাধিক কাজ করে চলেছেন যথাক্রমে, অতি কম শক্তিতে কাজ করবে এমন বৈদ্যুতিক প্যানেল এবং ক্যানসারের মতো জটিল অসুখ সারাতে প্রযুক্তি কী, কী করতে পারে? কীভাবে করতে পারে? মস্তিষ্কের গঠন, তার পরিবর্তন, জটিল অসুখের সময় মস্তিষ্কের আচরণ নিয়ে পোস্ট ডক্টরাল করেছেন দেবলীনা। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে চিপ। দেবলীনা আশা, চপের হাত ধরে অসাধ্যসাধন হতে পারে। জটিল রোগ সেরে যাওয়া কিংবা মনে রাখার ক্ষমতা বাড়ানো – চিপ মানুষের খুব ভাল বন্ধু হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*