‘এক দেশ, এক ভোট’ বিল পেশের পক্ষে ২৬৯, বিপক্ষে ভোট পড়লো ১৯৮, ডিভিশনে জয় কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক :- ‘এক দেশ, এক ভোট’ বিল নিয়ে বিরোধীদের দাবি মেনে ভোটাভুটি করেও জয় কেন্দ্রের। বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯, বিপক্ষে ভোট পড়লো ১৯৮।

‘এক দেশ, এক ভোট’ বিলে কেন্দ্রীয় মন্ত্রীসভার সায় মিলেছে আগেই। এবার লোকসভায় পেশ হল ‘এক দেশ, এক ভোট’ বিল। মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিল পেশ হতেই বিরোধীদের হইহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। এই বিলের বিরোধিতা করে বিরোধীরা। এই বিল নিয়ে লোকসভায় ভোটাভুটির দাবি করলেন বিরোধী সাংসদরা। সেই মতো নতুন সংসদ ভবনে এই প্রথম হয় ভোটাভুটি। সেই মতো বিল পেশের পক্ষে ভোট পড়ে ২৬৯ এবং বিপক্ষে ভোট পড়ে ১৯৮। ভোটাভুটির পরে অবশ্য এক ঘণ্টার জন্য মুলতুবি হয়ে যায় এদিনের লোকসভার অধিবেশন।
উল্লেখ্য, এই বিল পেশের জন্য এই প্রথমে ‘ইলেকট্রনিক ভোটিং সিস্টেম’এর ব্যবহার করা হয়। তারপর ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। এই প্রথম নতুন সংসদ ভবনে ‘ইলেকট্রনিক ভোটিং সিস্টেম’ ব্যবহার করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*