রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতেই স্নাতক-স্নাতকোত্তরে পড়ুয়া ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর। তাতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও ছাত্রছাত্রীকে কাউন্সেলিং বা ভেরিফিকেশনের জন্য ক্যাম্পাসে ডাকা যাবে না। ভর্তি হতে ছাত্রছাত্রীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। পুরো প্রক্রিয়াই গত বছরের মতো হবে সম্পূর্ণ অনলাইনে। উভয় স্তরেই ভর্তির ক্ষেত্রে অনলাইনে তথ্য আপলোড এবং আবেদনে কোনও ফি লাগবে না।
একই সঙ্গে বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিও জারি হয়েছে। স্নাতকোত্তরে ৮০:২০ এই অনুপাতে ভর্তি নেওয়া হবে। নিজের বিশ্ববিদ্যালয় থেকে ৮০ এবং বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ২০ শতাংশ। নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত আসনে পড়ুয়া ভর্তি না হলে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া ভর্তি নেওয়া যাবে।
Be the first to comment