সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।আজ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের বাইরে তৃণমূলের সাংসদেরা বিক্ষোভ সমাবেশ করেন। গান্ধী মূর্তির সামনে পোস্টার, প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে আদানি, দ্রব্যমূল্যর ইস্যুকে হাতিয়ার করে বিক্ষোভে শামিল হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্ররা।
২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ধাপে ধাপে এগোচ্ছে তৃণমূল।প্রথম থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে তাঁর দল। এবার তারই প্রতিফলন দেখা গেল সংসদে। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিনেই সকালে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে আমন্ত্রণ পেলেও তৃণমূলের কেউই সেই বৈঠকে হাজিরা দেননি। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বলেন, “বাংলায় কংগ্রেস যা করছে তারপরে সংসদে তাঁদের সঙ্গে তাল মেলানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেদের মতো কর্মসূচি পালন করব।”
এদিন খাড়গের নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে ধরনাতেও তৃণমূল যায়নি। লোকসভায় কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে হইচই করলেও নিজেদের আসনেই বসে ছিলেন তৃণমূল সাংসদরা। আর মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সকাল দশটা নাগাদ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করলেন তৃণমূল সাংসদরা। এসবিআই, এলআইসি-তে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের ভবিষ্যৎ কী, কেন্দ্র সরকার জবাব দিক – পোস্টারে এই দাবি তুলে ধরে অর্থাৎ এককথায় আদানি ইস্যুকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল।
Be the first to comment