রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিতে শরদ পওয়ারেই আস্থা, মমতার ডাকা বৈঠকে সিদ্ধান্ত ১৭ বিরোধী দলের

Spread the love

রাষ্ট্রপতি নির্বাচনে ‘সর্বসম্মত ভাবে’ এক জন প্রার্থীকেই বেছে নেওয়া হবে। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ‘সর্বসম্মতিতে’ এনসিপি নেতা শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে। বুধবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘বৈঠকে সর্বসম্মতিতে শরদ পওয়ারে নাম প্রস্তাব করা হয়েছে। উনি চাইলে আমরা সকলে ওঁকে সমর্থন করব। তবে পওয়ার রাজি না হলে ‘সর্বসম্মত ভাবে’ একজনকে প্রার্থী করা হবে বলে জানিয়েছেন মমতা। বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি দেশের সংবিধান রক্ষা করবেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘অনিচ্ছুক’ বলে আগেই জানিয়েছেন এনসিপি নেতা।

মমতার ডাকা বৈঠকে মোট ১৬টি দলের প্রতিনিধি উপস্থিত ছিল। কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিরাও হাজির ছিলেন বৈঠকে। আম আদমি পার্টি, টিআরএস, অকালি দল, বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস ছাড়া প্রায় সব বিজেপি বিরোধী দলই এই বৈঠকে যোগ দেয়। সভাপতিত্ব করেছেন শরদ পওয়ার। প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠক শেষে একটি প্রস্তাব গ্রহণ করেছে বিরোধীরা। যাতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দিতে চায়। এমন একজনকে প্রার্থী করতে চায় যিনি ভারতের সংবিধানকে রক্ষা করবেন। এবং এই সরকার যাতে আর দেশের ক্ষতি করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*