
রোজদিন ডেস্ক, কলকাতা:- হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সুরকার এআর রহমান। আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের থাউজেন্ড-লাইট অ্যাপোলো হাসপাতালে। সেখানেই জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।
এআর রহমানের অসুস্থতার খবরে উদ্বেগে তাঁর অগণিত অনুরাগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। তাঁর হার্টের অবস্থা কেমন সেই সংক্রান্ত সমস্ত পরীক্ষা চলছে। চিকিৎসকের একটি দল সুরকারের চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন।
সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এআর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ইতিমধ্যেই ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে হাসপাতালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রয়োজনে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
Be the first to comment