রোজদিন ডেস্ক, কলকাতা :- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টি হবে না। আপাতত শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। গোটা রাজ্যেই ২-৩ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা বাড়ার পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠাণ্ডা কমবে। চড়বে পারদ। পরের দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পরবর্তী দু’দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। অর্থাৎ মাঘের শুরুতে ফের ফিরবে শীত।
এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মোটের উপরে শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে সোমবার। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া পুরোপুরি আবহাওয়া শুষ্ক থাকবে।
Be the first to comment