কাপেলদের জন্য OYO-র নতুন নিয়ম চালু..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কাপেলদের জন্য অত্যন্ত জনপ্রিয় হচ্ছে OYO হোটেল। অবিবাহিত দম্পতিরা অনেক সময়েই কাছের মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে OYO রুম বুক করে থাকেন। তবে এবার নতুন নিয়ম আনতে চলেছে OYO। ভ্রমণ বুকিং প্রধান OYO অংশীদার হোটেলগুলির জন্য একটি নতুন চেক-ইন নীতি চালু করেছে, যা এই বছর কার্যকর করার নির্দেশিকা দেওয়া হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী অবিবাহিত দম্পতিরা আর চেক ইন করতে পারবেন না OYO হোটেলে। সংশোধিত নীতির অধীনে, সমস্ত দম্পতিকে সম্পর্কের প্রমাণ হিসাবে বৈধ প্রমাণ উপস্থাপন করতে বলা হবে অনলাইন বুকিং সহ চেক-ইন করার সময়। OYO স্থানীয় সামাজিক সংবেদনশীলতার সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে সকল শহরে নয় আপাতত OYO অবিলম্বে এটি নিশ্চিত করার জন্য মিরাটে তার অংশীদার হোটেলগুলিকে নির্দেশ দিয়েছে। পরবর্তীতে এই নির্দেশ অন্যান্য শহরেও বহাল করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*