পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানপদে মুকুল রায়কে বসানোর প্রতিবাদে বিধানসভার বিভিন্ন কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিজেপির ৮ জন বিধায়ক। পদত্যাগ করলেন কৃষ্ণ কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপ্রসাদ শর্মা, দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন ও অশোক কীর্তনিয়া।
সূত্রের খবর, এদিন বিজেপি বিধায়কদের স্পিকার বলেন,’কেন পদত্যাগ করছেন? মানুষের কাজ করার জন্য আপনাদের থাকা উচিত।’ তখন বিজেপির বিধায়করা জানান, এটা পরিষদীয় দলের সিদ্ধান্ত। তার পর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান রাজভবনে। এনিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ,নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এক্ষেত্রে রাজ্যপালের কিছু করার নেই। ছবি তুলতে যাচ্ছেন ওঁরা।
মুকুল রায়কে বিরোধী বিধায়ক হিসেবে দেখিয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভার স্ট্যান্ডিং কমিটি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে টানাপোড়েন চলছিল। বিজেপির দাবি ছিল, ১৫টি কমিটির চেয়ারম্যান পদ তাদের হাতে দেওয়া হোক। অন্যদিকে ১০টির বেশি কমিটি ছাড়তে রাজি হয়নি সরকার পক্ষ। আর এই টানাপোড়েন চরমে ওঠে পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে। যেখানে বিরোধী বিধায়ক হিসেবে দেখিয়ে মুকুল রায়কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
তারপরই বিজেপি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে দেওয়া কোনও কমিটির চেয়ারম্যান পদ তারা নেবে না। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিজেপি বিধায়করা বিধানসভার সব কমিটিতে থাকবেন। সেখানে রাজ্যের মানুষের জন্য দাবি জানাবেন। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারীরা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ করবেন বলেও জানা গিয়েছে।
Be the first to comment