পদ্মাবতীর পাশে জোরালো ভাবে থাকলো বাংলার চলচ্চিত্র মহল। পদ্মাবতী নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাল টলিউড ইন্ডাস্ট্রি। এদিন দুপুরে এক সাংবাদিক বৈঠক করে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ জানান, তিনি এবং টলিউডের সমস্ত কলা কুশলীরা পদ্মাবতীর পাশেই আছেন। পদ্মাবতী নিয়ে কেউ সঠিক তথ্য জানেনা বলেই এত বিতর্ক চলছে। ঘটনাকে অনভিপ্রেত বলার পাশাপাশি গৌতম ঘোষ বলেন, মঙ্গলবার ১২টা থেকে ১২.১৫ এই ১৫ মিনিট কর্মবিরতি পালন করে বিক্ষোভ দেখাবে টলিউড ইন্ডাস্ট্রি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন সিনেমা তৈরীর স্বাধীনতাকে মেরে ফেলার প্রচেষ্টা চলছে। এখন দেশে যা পরিস্থিতি তৈরী হয়েছে এরপর মনে হয় আর সিনেমা করা যাবেনা। পাশাপাশি গৌতম ঘোষের কথার প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন মঙ্গলবার স্টুডিও পাড়ার সবাই এক হয়ে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাবে।
Be the first to comment