রোজদিন ডেস্ক :- সোমবার ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সেই নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। একদিকে বিজেপির অনেকেই যেখানে প্রিয়াঙ্কার সমালোচনা করেছিলেন, সেখানে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন প্রিাঙ্কার প্রশংসা করেছিলেন। তবে ‘প্যালেস্টাইন’ এবার অতীত। আজ সংসদে ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে পৌঁছলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই ব্যাগে বার্তা লেখা ছিল – ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়াতে হবে।’ তবে প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদে গিয়েছেন আজ। সংসদ ভবনের বাইরে বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর আগে গতকাল বিজয় দিবস উপলক্ষে বলতে উঠে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমকা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর আজ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন প্রিয়াঙ্কা। এছাড়াও কংগ্রেস সাংসদ কে সুরেশ, গৌরব গগৈরাও ছিলেন সেখানে। বিক্ষোভ প্রদর্শনের সময় প্রিয়াঙ্কা সহ বাকি বিরোধী সাংসদদের হাতে প্ল্যাকার্ড এবং ব্যাগ ছিল।
এদিকে বিরোধীদের এই বিক্ষোভ প্রদর্শনকে পালটা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে তিনি বলেন, ‘আমি এটা দেখে অবাক। আমাদের বিরোধী দল সবসময় শুধু মুসলমানদের নিয়েই চিন্তিত। ভারতে ‘সংখ্যালঘু’ অর্থ বদলে গিয়েছে। কংগ্রেস এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা সংখ্যালঘু বলতে শুধু মুসলমানদেরই বোঝেন। তারা এখন হিন্দুদের জন্য আন্দোলন করছে, তাই এটা একটা বড় পরিবর্তন। সম্ভবত এটাই মোদী ম্যাজিক।’
Be the first to comment