পঞ্চায়েত ভোটে জেলা প্রতি ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি কমিশনের

Spread the love

আসন্ন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী রেখেই করতে হবে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এরপরই বাহিনী নিয়ে তৎপরতা শুরু করব দেয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিতে চলেছে কমিশন।
জানা গিয়েছে, প্রতিটি জেলার জন্য দুই-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে কমিশন। এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইতে পারে তারা। পাশাপাশি স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় বাংলায় পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে কেন্দ্রীয় মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশন এবং রাজ্যের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয়। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচন করে কলকাতা হাইকোর্টের মূল উদ্দেশ্য, এদিন এমনটাই জানিয়েছে সুপ্রিমকোর্ট। তারপরই তড়িঘড়ি কাজে নেমেছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*