৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই দিকে কড়া নজর দিয়েছে রাজ্য সরকার। আগামী শনিবার রাজ্যের ২২টি জেলার যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে, সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিশ পাঠানো হয়।
পঞ্চায়েত ভোটের দিন ছুটির বিষয়টি নিয়ে রাজ্যের শ্রম দফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার সবেতন ছুটি মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। তবে শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও সবেতন ছুটি পাবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকেই আছেন যারা ছুটি নিলে টাকা কাটা যাবে এই ভেবে ভোট দিতে যান না। তাই সকলকে ভোটদানে উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Be the first to comment